ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বর্ণের গুড়া নিয়ে ভারত যাচ্ছিলেন তিনি

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১২ অক্টোবর ২০১৮

এবার স্বর্ণের বার নয়, বারগুলো গুড়ো করে ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্টে ধরা পড়লো এক কেজি ৭শ গ্রাম স্বর্ণের গুড়া। এ ঘটনায় আটক করা হয়েছে আলমগীর (৪৮) নামে এক পাচারকারীকে।

শুক্রবার সকালে ভারতে প্রবেশের সময় ব্যাগ তল্লাশিকালে স্বর্ণের গুড়াসহ তাকে আটক করা হয়। তার পাসপোর্ট নম্বর বিকে-০৩৮৪৮৫৪।

আটক আলমগীর নোয়াখালী জেলার চাটখিল থানার মল্লিকা দিঘিরপাড় এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, পাসপোর্টধারী যাত্রী আলমগীর ভারতে যাওয়ার জন্য প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত স্ক্যানার মেশিনে তার ব্যাগ স্ক্যান করার সময় সেখানে কর্তব্যরত সহকারী রাজস্ব কর্মকর্তা জয়তী বসুর সন্দেহ হয়। পরে ব্যাগটি তল্লাশি করে একটি পলিথনের মধ্যে এক কেজি ৭শ গ্রাম স্বর্ণের গুড়া উদ্ধার করা হয়। আটক আলমগীরকে স্বর্ণের গুড়াসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

জামাল হোসেন/আরএআর/পিআর

আরও পড়ুন