নড়াইলে শেখ রাসেল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নড়াইলে চিত্রা নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সেতুটির উদ্বোধন করেন।
নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে নড়াইলের নবাগত জেলা প্রশাসক আনজুমান আরা, নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট শেখ হাফিজুল রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, নড়াইল জেলা আলীগের সভাপতি সুভাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলার চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সোমদ্দারসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডির বাস্তবায়নে নড়াইলের পুরাতন ফেরীঘাটে ২৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ১৪০ মিটার দীর্ঘ চিত্রা সেতুটি ২০১৫ সালের ২০ এপ্রিল থেকে নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতুর দৈর্ঘ্য ১৪০ মিটার হলেও ফ্লাইওভারের মতো দেখতে ভায়াডাক্টের দৈর্ঘ্য ২৪০ মিটার। ভায়াডাক্ট দেখতে অনেকটাই ফ্লাইওভারের মতো হওয়ায় সেতুটি নড়াইলের শোভাবর্ধন করেছে। ব্রিজটি নির্মাণের দায়িত্ব পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইএল-ইউডিসি জেবি। প্রতিষ্ঠানের আন্তরিক চেষ্টায় চলমান সেতুটির কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকভাবে সেতুটি আজ উদ্বোধন করা হলেও দেড় বছর আগে নির্মাণ কাজ শেষ হলে জনগণের চলাচলের জন্য উন্মক্ত করে দেয়া হয়।
নড়াইল জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সোমদ্দার জানান, সেতুটি নির্মাণ হওয়ায় নড়াইলের তিনটি উপজেলার কয়েক লাখ মানুষের দুর্ভোগ শেষ হয়েছে।
হাফিজুল নিলু/আরএ/আরআইপি