ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইলিশ ধরায় ১৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১০ অক্টোবর ২০১৮

বরিশালের মুলাদী উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জয়ন্তী ও আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে তাদের আটক করে মৎস্য অধিদফতর, মুলাদী থানা পুলিশ ও নৌ-পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের সেকান্দার চৌকিদারের ছেলে মো. নান্নু চৌকিদার, মিয়ারচর গ্রামের খালেক ফকিরের ছেল ছত্তার ফকির, ছাদের আলী সিকদারের ছেলে ফরহাদ সিকদার, পৌর সদরের পাতারচর গ্রামের তোফায়েল মোল্লার ছেলে আলমগীর মোল্লা, সফিপুরের আমির কাজীর ছেলে হাকিম কাজী, চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নিয়ামত খানের ছেলে নাজিম খান, কুট্টি সিকদারের ছেলে শুক্কুর সিকদার, আবুল খানের ছেলে আলতু খান, হাচেন আকনের ছেলেসেলিম আকন ও কুব্বাত খানের ছেলে শাহীন খানসহ ১৪ জন।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পুলিশের সহায়তায় দিনভর অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের দায়ে ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া গত তিনদিনে প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে।

সাইফ আমীন/এএম/জেআইএম

আরও পড়ুন