ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অন্ধকার কেটে গেল ১৩ ইউনিয়নের

প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৪ আগস্ট ২০১৫

গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে কর্মরত ১২১ জন গ্রাম পুলিশের হাতে সোলার ল্যাম্প তুলে দিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধা সদর উপজেলা পরিষদে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মাহবুব আরা বেগম গিনি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, যুবলীগ নেতা অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।

হুইপ বলেন, গ্রামে আইন-শৃংখলা পরিস্থিতি রক্ষায় গ্রাম পুলিশরা বড় ভূমিকা পালন করেন। এজন্য তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন। ল্যাম্প বিতরণ তারই একটি অংশ।

রামচন্দ্রপুর ইউনিয়নের গ্রাম পুলিশ হবিবর রহমান (৪৮) বলেন, সন্ধ্যা হলেই দুশ্চিন্তা বেড়ে যায়। কারণ রাতভর বিভিন্ন গ্রামে গ্রামে ডিউটি করতে হয়। অন্ধকার রাতে প্রায়ই বিপাকে পড়তে হয়। এখন আর সেই কষ্ট থাকবে না। সোলারের বাতি দিয়ে বেশ ভালোই দেখা যায়।

উপজেলা পরিষদ সূত্র জানায়, গ্রাম পুলিশদের সেবার মান বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সদর উপজেলার গ্রাম পুলিশদের হাতে একযোগে ওই ল্যাম্প তুলে দেয়া হয়।

অমিত দাশ/এমজেড/পিআর