শোক দিবসে রাজবাড়ীতে দুই দিনের কর্মসূচি
স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনে পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৪ আগস্ট সকাল ৯টায় সংশ্লিষ্ট উপ-কমিটির বাস্তবায়নে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে ক বিভাগে ১ম থেকে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কান প্রতিযোগিতা, সকাল সাড়ে ৯টায় খ বিভাগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি এবং গ বিভাগে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সহস্তে লেখা রচনা প্রতিযোগিতা, সাড়ে ১০টায় ক বিভাগের প্রতিযোগিদের ছড়া পাঠ, খ ও গ বিভাগের কবিতা আবৃত্তি এবং সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর নির্ধারিত বক্তৃতা অনুষ্ঠিত হবে।
১৫ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ভবন মালিকগনের বাস্তবায়নে সরকারি-বেসরকারি অফিসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ১০টায় বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বরে জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ১০টা ১৫ মিনিটে সংশ্লিষ্ট উপকমিটির বাস্তবায়নে বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বর থেকে শোক র্যালি বের করা হবে।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তাদের আয়োজনে আলোচনা সভা, সেরা প্রতিযোগিদের নৈপূণ্য প্রদর্শন ও পুরস্কার বিতরণী, দিনের সুবিধাজনক সময়ে স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠান কতৃপক্ষের উদ্যোগে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা তথ্য অফিসারের আয়োজনে শহরের শহীদ স্মৃতি চত্বর রেলগেট এলাকাসহ অন্যান্য চারটি উপজেলায় বঙ্গবন্ধুর উপর তথ্য চিত্র প্রদর্শন করা হবে।
রুবেলুর রহমান/বিএ