ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুরির অভিযোগে কর্মচারীকে জুতার মালা পরালেন মালিক

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০২:১৭ এএম, ০৬ অক্টোবর ২০১৮

রংপুরে ওষুধ চুরির অভিযোগে দোকান কর্মচারীকে জুতার মালা পরিয়ে এলাকা ঘুরিয়েছেন মালিক। এ ঘটনার পর ওই কর্মচারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর ধাপ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ধাপ চারতলা মসজিদ সংলগ্ন ফ্যামিলি ফার্মেসিতে কাজ করতেন শরিফুল ইসলাম নামে এক যুবক। দোকান থেকে ওষুধ চুরির অভিযোগে শুক্রবার সন্ধ্যায় দোকান মালিক রাজা মিয়ার নির্দেশে কর্মচারী শরিফুলের দুই হাত বেঁধে গলায় কাগজে লেখা ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘আমি ওষুধ চোর’ ও জুতার মালা পরিয়ে পুরো ধাপ এলাকা ঘোরানো হয়। পরে পুলিশ বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে দোকান মালিক রাজার মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চুরির অভিযোগে দোকান মালিক মামলা করেছেন।

জেএইচ

 

আরও পড়ুন