ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোবাইলে কথা বলতে বলতে পরপারে যুবক

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০২ অক্টোবর ২০১৮

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এমদাদুল হক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর উপকণ্ঠ বেলপুকুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক জেলার পুঠিয়া উপজেলার ক্ষুদ্র-জামিরা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি ডালমিলের কর্মী ছিলেন।

সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন এমদাদুল। নগর পুলিশের বেলপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এই নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে ফিরছিলেন ওই যুবক। এসময় পেছন থেকে একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী থানার অধীনে। সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীর বাবু বলেন, ঢাকাগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান ওই যুবক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার।

পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

ফেরদৌস/এমএএস/এমএস