ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খামারের সব মাছ মেরে ফেলল তারা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০২ অক্টোবর ২০১৮

ফেনীর পরশুরাম উপজেলার এক মৎস্য খামারে বিষ ঢেলে সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়ন্তীনগর গ্রামের নুরুল আবছার রুবেলের মৎস্য খামারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন মৎস্য খামারি রুবেল।

জানা যায়, দীর্ঘদিন ধরে জয়ন্তীনগর গ্রামের নুরুল আবছার রুবেল পুকুরে মাছ চাষ করে আসছেন। ওই এলাকার ৫ একর আয়তনের দুটি পুকুরে কে বা কারা বিষ ঢেলে দেয়।

এতে পুকুরে থাকা বিক্রি উপযোগী ৬০ হাজার তেলাপিয়া, ৩৬ হাজার টেংরা, শিং, দেশি মাগুর, রুই কাতল মাছসহ সব ধরনের মাছ মারা যায়। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়।

feni

ক্ষতিগ্রস্ত নুরুল আবছার রুবেল বলেন, মঙ্গলবার দুপুর থেকে দুটি পুকুরের মাছ মরে ওপরে ভেসে উঠতে দেখা যায়। শত্রুতার জের ধরে কেউ এ ধরনের কাজ করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

পরশুরাম মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. খালেদ দাইয়ান বলেন, দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএম/এমএস

আরও পড়ুন