ছাত্রীকে উক্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড
লালমনিরহাটের আদিতমারীতে স্কুলছাত্রীকে উক্ত্যক্ত করার দায়ে আতিকুর রহমান আতিক (২০) নামে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিবাগত রাত ১১টার দিকে এ রায় দেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত বখাটে আতিক আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের রথেরপাড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান, বুধবার বিকেলে ওই ছাত্রী স্কুল ছুটির পর আদিতমারী রেলস্টেশন এলাকার বাসায় ফেরার পথে জনতা ব্যাংক মোড়ে পথ রোধ করে কুপ্রস্তাবসহ মোবাইলে ছবি তোলে বখাটে আতিক। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বখাটে আতিককে আটক করে পুলিশে সোপর্দ করে।
আদিতমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিন আকতার জানান, উপজেলার আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৩) প্রায় সময় মোবাইলে ও স্কুল যাওয়া-আসার পথে উক্ত্যক্ত করতো আতিক। রাতে বখাটে আতিককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী ইউএনও জহুরুল ইসলাম ছাত্রীকে উক্ত্যক্ত করার দায়ে বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
আদিতমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিন আকতার জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার সকালে দণ্ডপ্রাপ্ত বখাটে আতিককে লালমনিরহাট কারাগারে পাঠানো হবে।
রবিউল হাসান/এসএস/আরআইপি