ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে নিহত কলেজছাত্রের স্মরণে শোকসভা

প্রকাশিত: ০৮:০১ পিএম, ১২ আগস্ট ২০১৫

সিলেট মদন মোহন কলেজে নিজ দলের কর্মীদের হাতে নিহত দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুল আলীর স্মরণে শোকসভার ঘোষণা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া তার মৃত্যুতে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করা হয়েছে।

বুধবার সন্ধা ৭টায় মদনমোহন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল ফাত্তাহ ফতেহ-এর সভাপতিত্বে ও শিক্ষকপর্ষদ সম্পাদক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় একাডেমিক কাউন্সিলের সভা অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বৃহস্পতিবার সকাল ১১টায় নিহত ছাত্রের স্মরণে শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। শোকসভার জন্য কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার রাত ১১টায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় বক্তব্য রাখেন মদনমোহন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সর্ব্বানী অর্জ্জুন, উপাধ্যক্ষ (একাডেমিক) অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক প্রদীপ কুমার দে, অধ্যাপক আহমদ হোসেন, সহযোগী অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সহযোগী অধ্যাপক আশুতোষ দাস, সহযোগী অধ্যাপক আসমা-উল-হোসনা, সহযোগী অধ্যাপক আকবর হোসেন চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আব্দুল হামিদ, সহযোগী অধ্যাপক শংকর চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা এ ধরনের অনভিপ্রেত ঘটনার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ছামির মাহমুদ/বিএ