ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আদালতে ধর্ষণের বর্ণনা দিলেন ধর্ষিতা

প্রকাশিত: ০১:১১ পিএম, ১২ আগস্ট ২০১৫

বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রাম এলাকায় ধর্ষণের শিকার যুবতীর (১৮) জবানবন্দি গ্রহণ করেছেন আদালত।

বুধবার বিকেল সোয়া ৪টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় ধর্ষিতার জবানবন্দি গ্রহণ করা হয়।

এসময় ধর্ষণের ঘটনা বর্ণনা করেন ধর্ষিতা। আদালত ধর্ষিতার কথা লিপিবদ্ধ করে তা মামলার নথিতে শামিল করেন।

গৌরনদী উপজেলার পূর্ব শরীফাবাদ গ্রামে ধর্ষিতার বাড়ি। তার বাবা একজন দিনমজুর। এর আগে সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। ওই আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও গৌরনদী) এএসআই মাছুমা বিনতে কাদের মামলার এজাহারের বরাত দিয়ে জানান, গত ১০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবতী তার বোনের বাড়ি পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রাম থেকে টেম্পুযোগে নিজ বাড়ি যাওয়ার জন্য গৌরনদীর আশোকাঠী বাসস্ট্যান্ডে নামে। এসময় শামীম ওরফে মামুন অজ্ঞাতনামা অপর এক যুবক তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে মোটরসাইকেলে উঠিয়ে (তুলে) বিল্বগ্রাম এলাকার অজ্ঞাত একটি ঘরে নিয়ে যায়। সেখানে যুবতীকে মুখে ওড়না ও হাত-পা বেঁধে রেখে ঘরে তালা ঝুলিয়ে দেয়। ওইদিন রাত ১০টার দিকে মামুন ও তার সহযোগী ওই ঘরের তালা খুলে ভেতরে ঢুকে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে। পরে ঘরটি জনৈক পিন্টুর বলে ধর্ষিতা জানতে পারেন।

এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে শামীম ওরফে মামুনসহ অজ্ঞাতনাম অপর এক যুবকে আসামি করে মঙ্গলবার রাতে গৌরনদী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

গৌরনদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

সাইফ আমীন/এমএএস/এমআরআই