ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

প্রকাশিত: ১১:১৮ এএম, ১২ আগস্ট ২০১৫

সিলেট নগরের মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ে আবদুল আলীম ওরফে আলী আহমদ (১৯) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। তিনি ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বুধবার বেলা আড়াইটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আলী দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার নিজ শিলামগ্রামের আকলিস মিয়ার ছেলে। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বড়।

মদন মোহন কলেজ সূত্রে জানা যায়, আলী ছাত্রলীগ বিধান সাহা গ্রুপের কর্মী ছিলেন। কলেজ ক্যাম্পাসে আড্ডা দেয়া নিয়ে একই গ্রুপের কয়েকজন কর্মীর সঙ্গে আলীর কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ছাত্রলীগ ক্যাডাররা তাকে ছুরিকাঘাত করেন।

আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। হাসপাতালে তার শরীরে দশ ব্যাগ রক্ত দেয়া হয়। বেলা ২টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক আলীকে মৃত ঘোষণা করেন।

আলীর বাবা আকলিস মিয়া জানান, ২ ছেলে ১ মেয়ের মধ্যে আলীম ছিল বড়। এভাবে সামান্য কথাকাটাকাটি নিয়ে তার ছেলেকে প্রাণ দিতে হবে এটা তিনি মানতে পারছেন না। তিনি এ হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোশাররফ হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহত মো. আলী ছাত্রলীগ কর্মী ছিলেন। তবে কোনো পদে অধিষ্ঠিত ছিলেন না। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করছেন বলে তিনি জানান।

ছামির মাহমুদ/এমজেড/এমআরআই