আমি ওসমান পরিবারের সবচেয়ে খারাপ ছেলে : সেলিম ওসমান
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, ভাবী আমার মায়ের মতো, আজমেরী আমার জান, অতি দরদী সাবধান। সে যেই হোক না কেন যারা ওসমান পরিবারকে খাটো করার চেষ্টা করবে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল অ্যামিউজম্যান্ট পার্কে এক মতোবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমরা জানি কারা খেলছে। ওসমান পরিবারকে ধ্বংস করতে দেয়া হবে না। আমরা দুই ভাই (সেলিম ওসমান ও শামীম ওসমান) মাঠে নামব। দেখবো তখন কে কত খেলতে পারেন।
তিনি বলেন, কেউ কেউ পেছন থেকে কলকাঠি নাড়ছেন। এসব বন্ধ করেন। আপনারা এখনও সেলিম ওসমানকে দেখেন নাই। অনেক মাফ করেছি, আর মাফ করবো না। আমি ওসমান পরিবারের সবচেয়ে খারাপ ছেলে। পরিবারের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করবেন না। রাজনীতি কী জিনিস আমি তা জানি। আমি সহজে কিছু বলি না। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমার মতো কঠোর আর কেউ হতে পারে না। সেলিম ওসমান অনেক কিছু জানে। আমার পরিবারকে নিয়ে যারা খেলছেন তারা আর খেলেন না। প্রয়োজনে দলীয় নেতাদেরও কৈফিয়ত জারি করতে হবে।
সেলিম ওসমান বলেন, আমি কখনো বলি নাই আমি নির্বাচন করব। আমি নাসিম ওসমানের প্রক্সি দিতে এসেছি। আমি শুধুমাত্র নাসিম ওসমানের জন্য করছি। আমার পরে চতুর্থ পুরুষের আগমন ঘটবে। আর এজন্য জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলে গিয়েছিলেন, নারায়ণগঞ্জ হচ্ছে ওসমান পার্টি। কিন্তু কেউ কেউ আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য কাজ করছে। নারায়ণগঞ্জের বায়তুল আমান থেকেই স্বাধীনতার স্বপ্ন দেখা হয়েছে। নারায়ণগঞ্জকে ধ্বংস করতে দেয়া হবে না।
আজমেরী ওসমান সম্পর্কে তিনি আরো বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রয়াত নাসিম ওসমানের প্রথম মৃত্যু বার্ষিকীতে আমাদের পরিবারের চতুর্থ প্রজন্ম হিসেবে আমি আজমেরী ওসমানের নাম ঘোষণা করেছিলাম। আজমেরী ওসমানের পর আমাদের আরো প্রজন্ম আছে তার ছেলে আলিফ ওসমান।
তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়ন করতে এসেছি, উন্নয়ন করতে দেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় আনতে হবে। সময় হলে সবকিছু দেখতে পারবেন। নমিনেশন দিলে আমি সেলিম ওসমানই দিব। আপনারা সবাই আমার পরিবারের সদস্য। এই খোকন সাহা, বাদল, দিপু আমারই নির্বাচন করেছে এবং আগামীতেও তারাই আমার নির্বাচন করবে। কারণ তাদের সঙ্গে ওসমান পরিবারের রক্তের সম্পর্ক রয়েছে। তারা সকলেই আমার সন্তানের মতো। ছোট ভাই। কিন্তু তারা কনফিউশনে রয়েছে, আমি নির্বাচন করবো কি করবো না। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হায়াত দান করেন। আল্লাহ হায়াত দিলে আমি সংসদ সদস্য হব এবং আপনাদের সকল ইচ্ছা পূরণ করব।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহেরের সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকার জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে এই মতোবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক আবুল খায়ের ভুইয়া, জেলা জাতীয় পার্টির নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা মহিলা পার্টির সভাপতি আঞ্জুমান আরা ভুইয়া, সাধারণ সম্পাদক আলেয়া বেগমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
শাহাদাত হোসেন/এফএ/এমএস