ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস লাইন অপসারণ
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইশত ফুট অবৈধ গ্যাস পাইপ লাইন অপসারণ ও আটটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কলামুড়ি ও হারিয়া গ্রামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জাগো নিউজকে বলেন, কলামুড়ি ও হারিয়া গ্রামে অবৈধ গ্যাস সংযোগ দেয়া হয়েছে এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা থেকে সোয়া দুইটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় কলামুড়ি গ্রামে দুইশত ফুট অবৈধ গ্যাস পাইপ লাইন অপসারণ এবং হারিয়া গ্রামে আটটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধে জনসাধারণকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) মনিরুল হক, সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন ও সেলিম খান।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর