ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১১:১১ এএম, ১১ আগস্ট ২০১৫

গাইবান্ধায় দুই হাজার ৮৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা ক্যাম্পে সাংবাদিক সম্মেলনে র‌্যাব-১৩ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধা সদরের মধ্য ধানঘড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মাদক ব্যবসায়ী আল-আমিন (৩৮), শহরের থানা পাড়ার আব্দুল আজিজের ছেলে গোলাম রব্বানী মুছা (৪৩) এবং রজত কান্তি বর্মন শহরের কলেজ রোডের রাজেন্দ্র নারায়ণ বর্মনের ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক জানান, গোপন খবর পেয়ে সোমবার রাত পৌনে ৯টার দিকে মধ্য ধানঘড়া গ্রামে মাদক ব্যবসায়ী আল-আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দুই হাজার ৮৮০ পিস ইয়াবাসহ আল-আমিন ও তার দুই সহযোগীকে আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবার দাম ১৪ লাখ ৪০ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অমিত দাশ/এআরএ/আরআইপি