ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আধাঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮

আধাঘণ্টার ভারী বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত ভারী বৃষ্টির কারণে নগরের পাঠানটোলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

সিলেট আবহাওয়া অফিস সূত্র জানায়, বুধবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। বৃহস্পতিবার সকালেও প্রচুর বৃষ্টি হয়েছে নগরে। তবে এর পরিমাণ কত মিলিমিটার তা একটু পরে জানা যাবে বলে জানিয়েছেন সিলেটের আবহাওয়াবিদ।

সিটি কর্তৃপক্ষ বলছে, নির্বাচনের আগে ও পরে অন্তবর্তীকালীন সময়ে ড্রেনেজ পরিষ্কার কাজ ব্যাহত হওয়ায় ড্রেনে আবর্জনা জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সকালের বৃষ্টিতে নগরের জিন্দাবাজার, হাওয়াপাড়া, সুবিদ বাজার, লাভলী রোড, লন্ডনী রোড, কলাপাড়া এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সিলেট সুনামগঞ্জ রোডের পাঠানটুলা-মদিনা মার্কেট-সুবিদবাজার এলাকার প্রধান সড়কে জমে যায় হাঁটু পানি। এতে বিপত্তিতে পড়েন এই সড়কে চলাচলকারী যাত্রী, চালক ও পথচারীরা। জিন্দাবাজার এলাকায় জলাবদ্ধতার কারণে দুর্ভোগ সৃষ্টি হয়।

সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, নির্বাচনের আগে-পরে অন্তবর্তীকালীন সময়ে সিটি করপোরেশনের কাজের গতি কিছুটা কমে এসেছে। এতে বিভিন্ন বিভিন্ন জায়গায় পলিথিন বা আবর্জনা জমে ড্রেনের মুখ বন্ধ থাকায় জলাবদ্ধতা হতে পারে। এই জলাবদ্ধতা দূরীকরণে সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করছে।

ছামির মাহমুদ/আরএ/আরআইপি

আরও পড়ুন