চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে আগুন
চাঁদপুর নৌ-টার্মিনালে যাত্রীবাহী ‘এমভি রফরফ’ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অল্পের জন্যে রক্ষা পেয়েছেন কয়েকশ যাত্রী।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
জানা গেছে, সকালে লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য চাঁদপুর নৌ-টার্মিনালে যাত্রী তুলছিল। পৌনে ৯টার দিকে হঠাৎ লঞ্চের পেছনের অংশে ইঞ্জিনে আগুন লেগে যায়।
দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মীরা। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
তবে কিভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিশ্চিত ভাবে বলতে পারছে না দমকল বাহিনী।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোবারক হোসেন জাগো নিউজকে বলেন, আমরা আগুনের খবর পেয়ে দ্রুত এসে নিয়ন্ত্রণে এনেছি। তবে কিভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ কী সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ইকরাম চৌধুরী/এফএ/আরআইপি