ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে নারী ছিনতাইকারী আটক

প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১১ আগস্ট ২০১৫

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী ছিনতাইকারীকে আটক করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ থেকে সাধারণ রোগীরা তাকে আটক করেন। পরে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কমপ্লেক্স ও থানা সূত্রে জানা যায়, হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার দেখাতে আসা নারী রোগীরা লাইনে দাঁড়ান। এসময় নারী ছিনতাইকারী শিল্পী বেগম (২৫) ডাক্তার দেখানোর অজুহাতে লাইনে দাঁড়ান। হাসপাতালে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে ওই নারী ছিনতাইকারী নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইইনিয়নের মাতিচর গ্রামের দুবাই প্রবাসীর স্ত্রী আমেনা বেগমের (২৬) গলা থেকে এক ভরি স্বর্ণের চেইন টান দিয়ে দৌড়ে পালানোর চেস্টা করেন। ওই সময় আমেনার চিৎকারে বহির্বিভাগে লাইনে দাঁড়ানো রোগীরা শিল্পীকে আটক করেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম তাকে থানায় নিয়ে আসেন। তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার বোতরবাড়ী গ্রামের আহাম্মেদ আলীর স্ত্রী। এ ব্যাপারে আমেনা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
 
স্বাস্থ্য কমপ্লেক্সে ছিনতাইয়ের ঘটনা বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. ইসমাইল হোসেন সিরাজী জাগো নিউজকে বলেন, আসলে হাসপাতালে যারা আসেন তারা রোগী, নয়তো রোগীর সঙ্গে আসেন। এখান থেকে ছিনতাইকারী চিহ্নিত করা অসম্ভব। তবে কমপ্লেক্সের নিরাপত্তা কর্মীরা ছিলেন বলেই তাকে ধরা সহজ হয়েছে।
 
এ ব্যাপারে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, খবর পেয়ে আমার ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন আটক ওই মহিলা ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

আব্দুর রহমান আরমান/এমজেড/পিআর