ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেট উইমেন্স হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের ধর্মঘট

প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১১ আগস্ট ২০১৫

বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার সকাল নয়টা থেকে তারা কাজে যোগদান না করে হাসপাতালের নিচে নেমে অবস্থান নেন।

ধর্মঘটের কারণে বন্ধ হয়ে যায় হাসপাতালের আউটডোর চিকিৎসা সেবা। ভর্তি হওয়া রোগীদের চিকিৎসাও ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন রোগীর স্বজনরা।

সরেজমিনে দেখা যায়, বেতন বৃদ্ধির দাবিতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা হাসপাতালের নিচে নেমে জড়ো হয়ে আছেন। বন্ধ করে দেয়া হয়েছে আউটডোর। আউটডোরে আসা রোগীরা চিকিৎসক না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা।

আন্দোলনকারী একাধিক চিকিৎসক ও কর্মকর্তা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. তোজাম্মেল হক জানান,  চিকিৎসক ও স্টাফদের দাবি দাওয়া নিয়ে পরিচালনা পর্ষদের সভা বসেছে। সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

ছামির মাহমুদ/এমজেড/পিআর