অপরাধীদের নিয়ে ঐক্য করছে বিএনপি : ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকার, দুর্নীতিবাজ, খুনি, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক চক্রসহ সব অপরাধীকে সঙ্গে নিয়ে একটি জাতীয় ঐক্যের নেতৃত্ব দেয়ার চেষ্টা করছেন বিএনপির নেতৃবৃন্দ। এটা দেশের রাজনীতির ঐক্য নয়।
সোমবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘বিএনপির বৃহত্তর ঐক্যের ডাকে সরকার দেশ ছেড়ে পালানোর পথ খুঁজছে’ সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি বলেন, সব অপরাধী ঐক্যবদ্ধ হয়েছে তাদের পিঠের চামড়া বাঁচানোর জন্য। এটা রাজনীতির জন্য একটা অশনি সংকেত।
ইনু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিকভাবে বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশটাকে বের করা হচ্ছে। এবং সে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যে যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর হত্যার বিচার, এ রকম একটি প্রেক্ষাপটে বিএনপি নেতারা বঙ্গবন্ধুর খুনিসহ সব অপরাধীকে নিয়ে একটা ঐক্য করার উদ্যোগ নিয়েছে। সুতরাং বিএনপির নেতৃত্বে দেশের সব অপরাধী ঐক্যবদ্ধ হয়েছে।
এসময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মেদ আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/আরএ/এমএস