ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রথম দিনে ৯০০ ফাইলে স্বাক্ষর করলেন মেয়র জাহাঙ্গীর

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম রোববার সিটি কর্পোরেশনে প্রথম অফিস করলেন। প্রথম কর্মদিবসে ৯ শতাধিক ফাইলে স্বাক্ষর করেছেন তিনি।

রোববার দুপুরে সিটি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান মেয়র নিজেই। একই সঙ্গে উন্নয়নকাজে ভূমিকা রাখতে তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা চান মেয়র। এ জন্য একটি মিডিয়া সেল খোলারও ঘোষণা দেন তিনি।

গাজীপুর সিটিতে স্থাপনা নির্মাণে রাজউকের কাছ থেকে নকশা অনুমোদনের সমালোচনা করে মেয়র বলেন, গাজীপুর সিটির নাগরিকরা তাদের ট্যাক্স দেয়। তাদের সুবিধা-সমস্যা দেখভাল করবে সিটি কর্পোরেশন। কিন্তু গাজীপুর সিটি এলাকায় স্থাপনা নির্মাণ রাজউক কেন নিয়ন্ত্রণ করবে? গাজীপুর সিটির অর্থ কেন রাজউকে যাবে? রাজউক রাজধানী উন্নয়নের বিষয়টি দেখুক, গাজীপুর সিটি নয়।

মেয়র আরও বলেন, গাজীপুর সিটির নকশা অনুমোদন ক্ষমতা যাতে নীতিগতভাবে গাজীপুর সিটি কর্পোরেশনই পায় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হবে।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

আরও পড়ুন