ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভাসমান পেয়ারার হাট দেখে মুগ্ধ হর্ষ বর্ধন শ্রিংলা

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

বাংলার আপেল খ্যাত পেয়ারার ভাসমান হাট ঝালকাঠির ভীমরুলী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

রোববার দিনব্যাপী ঝালকাঠির ভীমরুলী ও ঝালকাঠি-পিরোজপুরের সীমান্ত এলাকা কুড়িয়ানা সফর করেন তিনি। সবুজের সমারোহ দেখে মুগ্ধ হন ভারতীয় এই হাই কমিশনার।

সংক্ষিপ্ত পথ সমাবেশে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে। সুসময়-দুঃসময় ভারত বাংলাদেশের পাশেই থাকবে। বাংলাদেশের উন্নয়নেও ভারত সহযোগিতা করবে বলে উল্লেখ করেন ভারতের এ হাই কমিশনার।

JHALAKATHI-PIC

ঝালকাঠি-পিরোজপুর জেলার সীমান্ত স্বরূপকাঠী উপজেলার কুড়িয়ানা ইউনিয়নের কবিগুরু বরীন্দ্রনাথ ডিগ্রি কলেজ মিলনায়তনে এক সংক্ষিপ্ত সুধী সমাবেশে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এসব কথা বলেন।

এ সময় ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি রাজেশ উকে এবং নবনিতা চক্রবর্তীও তার সঙ্গে ছিলেন। এ সময় জেলা প্রশাসনসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আতিকুর রহমান/এমএএস/পিআর