ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাতে স্বামীর সঙ্গে ঝগড়া, সকালে সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর লাশ

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮

নওগাঁর মান্দায় সেপটিক ট্যাংক থেকে সজনি নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চকভালাইন গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী ওয়াজেদ আলী পলাতক রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চকভালাইন গ্রামের একটি ফাঁকা মাঠে বাড়ি করে স্ত্রী সজনিকে নিয়ে বসবাস করে আসছিলেন ওয়াজেদ আলী। সজনি চার/পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ওয়াজেদ আলী তার স্ত্রী সজনিকে মারধর করেন। পরে সকালে পাশের বাড়ির এক নারী ওয়াজেদ আলীর বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা দেখে তা বন্ধ করে দিতে যান। এ সময় সেপটিক ট্যাংকের মধ্যে কাপড় সদৃশ্য কিছু দেখে লোকজনকে জানান। এরপর তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মান্দা থানা পুলিশের ওসি (তদন্ত) মাহবুব আলম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ওয়াজেদ আলী পলাতক রয়েছেন।

আব্বাস আলী/আরএআর/পিআর

আরও পড়ুন