ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত

প্রকাশিত: ০৫:৪৬ এএম, ০৮ অক্টোবর ২০১৪

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাবের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে জাকির ও রাজু নামে দুই বনদস্যু নিহত হয়েছেন। এছাড়া বিপুল পরিমান দেশী ও বিদেশী অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

সুন্দরবনের মৃগমারী এলাকায় বুধবার সকাল আটটায় আউয়াল বাহিনীর সঙ্গে র‌্যাবের ‘গুলি বিনিময়’ শুরু হয়। নিহত দুইজনই ওই বাহিনীর সদস্য বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান বলেন, ‘মৃগমারী ফরেস্ট অফিসের অপর পাশে বনদস্যুরা ক্যাম্প করে সুন্দরবন ও বঙ্গোপসাগরে ডাকাতি করে আসছে- গোপনে এমন সংবাদ পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। গুলি বিনময়ের এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটে। পরে বনজীবীদের নিয়ে সার্চ অভিযান চালায় র‌্যাব।’