ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘মগজ ধোলাইয়ের বিরুদ্ধে পাল্টা মগজ ধোলাই দিতে হবে’

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৮

জামায়াত ইসলাম সুকৌশলে শিশু-কিশোরদের মগজ ধোলাই দিয়ে বিপদগামী করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

রোববার সকালে মাদারীপুর সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত‘জয় বাংলা’উৎসবের প্রস্তুতি সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কঠিন ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। তার কারণ জামায়াত ইসলাম কিন্তু বসে নেই। তারা সুকৌশলে আমাদের ছেলে-মেয়ে, শিশু-কিশোরদের মগজ ধোলাই দিয়ে যাচ্ছে। সেই মগজ ধোলাইয়ের বিরুদ্ধে পাল্টা মগজ ধোলাই দিতে হবে। এ জন্যে বিভিন্ন উৎসব করতে হবে।

এ সময় মন্ত্রী বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের মুক্তিযুদ্ধের চেনতা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে অনুরোধ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সাবেক পৌর মেয়র খলিলুর রহমান শান, চৌধুরী নূরুল আমিন প্রমুখ।

jagonews

এতে মাদারীপুর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) উত্তম প্রসাদ পাঠক, মাদারীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, জেলা পরিষদ সদস্য সৈয়দ বাশার, পৌরসভার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবুবকর সিদ্দিক ও আছমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কে এম নাসিরুল হক/আরএ/আরআইপি

আরও পড়ুন