ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান অপসারণের দাবি

প্রকাশিত: ০৯:০৪ এএম, ১০ আগস্ট ২০১৫

রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যানের অপসারণের দাবিতে সোমবারের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক মহাসমাবেশে বাধা দিয়েছে পুলিশ। সোমবার সকালে নগরীর লক্ষ্মীপুরে নাগরিক সমাজের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।

পরে দুপুর একটার দিকে শিক্ষক-অভিভাবকরা লক্ষ্মীপুর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়। এসময় পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, ভাষা সৈনিক আবুল হোসেন, জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জাতীয় মহিলা পরিষদের সভানেত্রী কল্পনা রায়, বাবু রাজ কুমার প্রমুখ।

পরে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াতের অপসারণের দাবিতে শিক্ষক-অভিভাবকদের পক্ষ থেকে মঙ্গলবার রাজশাহী জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেওয়া হয়। সেইসঙ্গে আগামী ৩ সেপ্টেম্বর শিক্ষাবোর্ড ঘেরাও ও আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশ পণ্ডের ব্যাপারে জানতে চাইলে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকায় শিক্ষাবোর্ডের সামনে সমাবেশ করতে দেওয়া হয়নি।

শাহরিয়ার অনতু/এমজেড/এমআরআই