ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে আগুনে পুড়লো তিন লবণ কারখানা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ৩১ আগস্ট ২০১৮

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় আগুন লেগে তিনটি লবণ কারখানা পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

শুক্রবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মাঝিরঘাট স্ট্যান্ড রোডের লবণ কারখানায় আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস।

আগুনে পুড়ে যাওয়া কারখানা তিনটি হলো- সুমন সল্ট, সি সল্ট ও তানভীর সল্ট।

Ctg-2

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কট্রোল রুমের অপারেটর শাজিদুর রহমান জাগো নিউজকে বলেন, ‘মাঝিরঘাট স্ট্যান্ড রোডের নারিকেল তলার একটি লবণ কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে পাশাপাশি থাকা তিনটি কারখানাতেই আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর, নন্দন কানন ও চন্দনপুরা ইউনিটের ১১টি গাড়ি সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আবু আজাদ/জেএইচ/পিআর

আরও পড়ুন