ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কোটালীপাড়ায় কিশোরীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১০ আগস্ট ২০১৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় লিমা বৈরাগী (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কোটালীপাড়ার পীড়ারবাড়ি গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কোটালীপাড়ার ভাঙ্গারহাট পুলিশ নৌ-তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সুমন আইচ জাগো নিউজকে জানান, রোববার দুপুরের দিকে লিমা বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি। সোমবার সকালে পীড়ারবাড়ি গ্রামের বিনোদ বালার মাছের ঘেরে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে লিমার মরদেহ পাঠানো হয়েছে।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/এমএস