ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লাঠিচার্জে কৃষকের মৃত্যু : দুই পুলিশ বরখাস্ত

প্রকাশিত: ০৭:২৫ এএম, ১০ আগস্ট ২০১৫

ভোলায় পুলিশের লাঠির্চাজের পর পানিতে পড়ে জামাল হোসেন নামের এক কৃষকের মৃত্যুর ঘটনায় কনস্টেবল মাইনুল ও হান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগে ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা ভোলা-ভেদুরিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে হান্নান ও মাইনুল নামের ওই দুই পুলিশ সদস্যকে এলাকায় অবরুদ্ধ করে রাখে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সোমবার সকালে ভোলা-ভেদুরিয়া সড়কের সাবু হাওলাদার বাড়ি সংলগ্ন রাস্তায় ধান শুকাতে দেয় স্থানীয় কৃষক জামালসহ অন্যরা। এ সময় কনেস্টবল মাঈনুল এসে তাদের ধান শুকাতে বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডার এক পর্যায়ে পুলিশের লাঠির আঘাতের পর দৌঁড়ে পালানোর চেষ্টা করে জামাল। পুলিশও জামালকে ধরতে ধাওয়া করলে পুকুরে পড়ে যায় জামাল। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএস/পিআর