ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাস থেকে ফেলে যুবককে হত্যা, চালক-হেলপারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৯ আগস্ট ২০১৮

চট্টগ্রামে বাস থেকে ফেলে দিয়ে রেজাউল করিম রনি নামে এক যুবককে হত্যার ঘটনায় বাসচালক ও সহকারীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

নিহত রনির মামা আব্দুর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতে আকবর শাহ থানায় ওই মামলা দায়ের করেন। মামলায় বাসচালক দিদারুল আলম ও সহকারী মো. মানিককে আসামি করা হয়েছে।

আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জাগো নিউজকে জানান, আসমিদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩০২ (হত্যা), ৩২৫ (স্বেচ্ছায় গুরুতর আঘাত করা) এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। ঘাতক বাস চালক ও তার সহকারীকে গ্রেফতারে অভিযান চলছে।

অভিযোগ রয়েছে, গত সোমবার দুপুরে চট্টগ্রামের সিটি গেট সংলগ্ন কালীরহাট এলাকায় ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে রেজাউল করিম রনিকে নিউমার্কেটগামী ৪ নম্বর রুটের সিটি সার্ভিস বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। এরপর তাকে চাকায় পিষে বেশ খানিকটা এগিয়ে যায় গাড়িটি। পরে যাত্রীদের প্রতিবাদের মুখে চালক ও তার সহকারী দুজনেই পালিয়ে যায়।

নিহত রনি যুক্তরাষ্ট্র প্রবাসী অলিউল্লার ছেলে। তাদের বাড়ি কালীরহাট এলাকায়। দেড় বছর বয়েসী একটি কন্যাসন্তান রয়েছে রনির।

এমবিআর/এমএস

আরও পড়ুন