তিতাস নদীতে নৌকাবাইচ ১ সেপ্টেম্বর
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা আগামী ১ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে শহরের শিমরাইলকান্দি শ্মশানঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত গিয়ে শেষ হবে।
দীর্ঘসময় এ নৌকাবাইচ প্রতিযোগীতা বন্ধ থাকলেও গেল কয়েক বছর ধরে নিয়মিতই অনুষ্ঠিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় শহরে বিনোদনের তেমন কোনো জায়গা না থাকায় নৌকাবাইচকে ঘিরে ইতোমধ্যে শহরটিতে আনন্দ বিরাজ করছে। প্রতি বছর এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে লাখো মানুষ ভিড় জমান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
আজিজুল সঞ্চয়/আরএ/পিআর