ভোলা-লক্ষ্মীপুর রুটে নতুন ফেরিঘাটের উদ্বোধন হবে
ভোলা-লক্ষ্মীপুর রুটে ১৫ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে ফেরি চলাচল শুরু হচ্ছে। একই সঙ্গে নতুন নির্মিত ইলিশা বিশ্বরোড ফেরিঘাট উদ্বোধন করা হবে। ইলিশা ফেরিঘাট সড়ক মেঘনার ভাঙনে ধসে যাওয়ায় গত ২৬ জুলাই থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ফলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১৬ জেলার সহজ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। প্রভাব পড়ে দক্ষিণাঞ্চলের ব্যবসা বানিজ্যে। মালবাহী প্রায় ৪ শতাধিক ট্রাক আটকা পড়ে আছে। ফেরিঘাট সড়ক ভেঙে যাওয়ায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ওই এলাকা পরির্দশন করে জরুরিভাবে ভাঙন রোধে ব্যবস্থা নিতে পাউবোকে (পানি উন্নয়ন বোর্ড) নির্দেশ দেন। পানি উন্নয়ন বোর্ড ওই এলাকার জন্য পঁচাত্তর হাজার জিও ব্যাগ ফেলার বরাদ্দ দেয়। ওই কাজ চলমান রয়েছে।
কিন্তু সড়ক ও জনপথ বিভাগ সড়ক সংস্কারের ব্যবস্থা না নেয়ায় পুরাতন ফেরিঘাট ব্যবহার অনুপোযোগী হয়ে পড়ে। এদিকে ওই ঘাট ও সড়ক পরিদর্শন শেষে গত ২৮ জুলাই বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান মোজাম্মেল হক ২ কিলোমিটার দূরত্বে বিশ্বরোডের মাথায় ঢাকাগামী লঞ্চঘাটে নতুন করে ফেরিঘাট নির্মাণের নির্দেশ দেন। ওই ঘাটেই পন্টুন স্থাপন করা হয়েছে।
সোমবার ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা ঘাট উদ্বোধনের পাশাপাশি ফেরি চালু করবেন বলে জানান। এদিকে ফেরিঘাট নির্মাণের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএ এর নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ কবির জাগো নিউজকে জানান, সোমবার থেকে পরীক্ষামূলক ফেরিতে প্রথমে হালকা যান পারাপার করা হবে। মালবাহী ভারি যান তিন দিন পর পরিবহনের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে বিকল্প ফেরিঘাট হিসেবে পুরাতন ফেরিঘাট সড়ক সংস্কার করে ওই ঘাটটি সচল রাখার দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা।
অমিতাভ অপু/এমজেড/এমএস