ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে গ্রেফতার ৬৭

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৬ আগস্ট ২০১৮

রাজশাহীতে নিয়মিত অভিযানে ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে গ্রেফতারকৃতদের আদালতে নেয়া হয়।

এর আগে শনিবার রাতে জেলা ও নগর পুলিশের বিভিন্ন ইউনিট তাদের গ্রেফতার করে। এদের মধ্যে নগরী পুলিশ ২৭ জনকে গ্রেফতার করে। বাকি ৪০ জনকে গ্রেফতার করে জেলা পুলিশ।

নগর পুলিশ জানায় , নগরীতে গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার হয়। অভিযানে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা একজন, মতিহার থানা ৪ জন, কাটাখালি থানা ২ জন, বেলপুকুর থানা একজন, শাহমখদুম থানা একজন, পবা থানা একজন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন, কর্ণহার থানা একজন, দামকুড়া থানা একজন এবং নগর ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করে।

জেলা পুলিশের ভাষ্য, গোদাগাড়ীতে ৩ জন, তানোরে ৭ জন, মোহনপুরে ৩ জন, পুঠিয়ায় ২ জন, বাগমারায় ৩ জন, দুর্গাপুরে ৪ জন, চারঘাটে ৮ জন এবং বাঘায় ৭ জনকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশের এই অভিযানে ২১০ গ্রাম হেরোইন, ৩২ বোতল ফেনসিডিল এবং ১১ পিস ইয়াবা উদ্ধার করে।

আইনী প্রক্রিয়া শেষে রোববার সকালে গ্রেফতারকৃতদের আদালতে নেয়ার কথা জানিয়েছেন রাজশাহী নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম ও জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান।

ফেরদৌস সিদ্দিকী/আরএ/এমএস

আরও পড়ুন