ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে কমেছে জিপিএ-৫

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৯ আগস্ট ২০১৫

এইচএসসি ও মাদ্রাসা বোর্ডের ফলাফলে এবার চাঁদপুরে বিপর্যয় দেখা দিয়েছে। গত বছরের তুলনায় এবার চাঁদপুরে ৬শ’ ২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে। অর্থাৎ চারগুণ কম। এবার মোট জিপিএ-৫ পেয়েছে মাত্র ২শ’ ৯ জন। এর মধ্যে এইচএসসিতে ১শ’ ৫৮ জন, যা গত বছর ছিল ৬শ’ ৭৩ জন এবং মাদ্রাসায় আলিমে এবার জিপিএ-৫ পেয়েছে ৫১ জন, যা গত বছর ছিলো ১শ’ ৬৫ জন।

চাঁদপুর জেলায় এবার এইচএসসিতে পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ। জেলায় শীর্ষস্থান অধিকার করেছে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে ৪শ’ ৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৩শ’ ৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। যা জেলায় সর্বোচ্চ। পাসের হার ৮৪.৩৩।

শহরের মধ্যে চাঁদপুর সরকারি মহিলা কলেজ কিছুটা ভালো করেছে। ৯শ’ ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬শ’ ৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। পাসের হার ৬৬.৮০। এছাড়া প্রাপ্ত ফলাফলে দেখা যায়, চাঁদপুর সদর উপজেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ৭২ জন, গতবার পেয়েছিল ১শ’ ২৭ জন। কচুয়া উপজেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ৩ জন। হাজীগঞ্জ উপজেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। ফরিদগঞ্জ উপজেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। মতলব দক্ষিণ উপজেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

শাহরাস্তি উপজেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। হাইমচর উপজেলা গত বার জিপিএ-৫ কেউ পায়নি, এবার পেয়েছে একজন এবং মতলব উত্তর উপজেলায় গত বার একজন জিপিএ-৫ পেলেও এবার কেউ পায়নি।

এদিকে, মাদ্রাসায় চাঁদপুর জেলায় জিপিএ ৫ পেয়েছে ৫১ জন। যা গত বছরের চেয়ে ১শ’ ১৪ জন কম। চাঁদপুর সদরে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন, মতলব দক্ষিণে দুইজন, মতলব উত্তরে চারজন, কচুয়ায় একজন ও হাজীগঞ্জ উপজেলায় ১০ জন।

ইকরাম চৌধুরী/বিএ