ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ৪৫০ পরিবার দেখছে আলোর মুখ

প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৯ আগস্ট ২০১৫

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের নটাদীঘা-ডুবপাড়া গ্রামে রোববার সকালে ৪৫০টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক সালেহ আহম্মেদ মিন্টু, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহমেদ, পল্লী বিদ্যুতের শার্শার পরিচালক নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, বিএনপি সরকারের সময়ে বিদ্যুতের জন্য জনগণের মাঝে হাহাকার উঠেছিল। চাষিরা বিদ্যুৎ না পেয়ে বিগত দিনে ব্যাপকভাবে ক্ষতির শিকার হয়েছেন।  বিদ্যুতের জন্য আন্দোলন করতে গিয়ে খালেদা সরকারের আমলে ১৯ জন চাষিকে জীবন দিতে হয়েছে।  আর এখন এ সরকারের আমলে আপনারা সকল উন্নয়নের সুযোগ সুবিধা ভোগ করছেন।  বিদ্যুতের জন্য চাষিরা আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন না।  এ অনুষ্ঠানের মাধ্যমে শার্শার নটাদিঘা-ডুবপাড়া গ্রামের ৪৫০টি মিটারের নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করা হয়।

মো. জামাল হোসেন/এমজেড/এমআরআই