খাগড়াছড়িতে সোমবার আধাবেলা সড়ক অবরোধ
খাগড়াছড়ির স্বনির্ভর ও পেরাছড়ায় ইউপিডিএফের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে সোমবার আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে তিনটি পাহাড়ি সংগঠন।
ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেন। পাহাড়ি ছাত্র পরিষদের দফতর সম্পাদক সমর চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ছয়জন নিহত হন। এ সময় আহত হন তিনজন। নিহতদের মধ্যে তিনজন ইউপিডিএফ সমর্থিত সংগঠনের নেতা।
এদিকে, বিকেলে ইউপিডিএফের বিক্ষোভ চলাকালে প্রতিপক্ষের হামলায় শন কুমার চাকমা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস-এমএন লারমা) দায়ী করেছে পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা। তবে এ ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস-এমএন লারমা)।
আগামী ২২ আগস্ট মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব ও সরকারি ছুটির কথা বিবেচনা করে এ সংক্ষিপ্ত অবরোধের ঘোষণা দেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস