ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশিত: ১০:৪৮ এএম, ০৯ আগস্ট ২০১৫

রাজশাহী মহানগর পুলিশের ছয়জন সদস্যকে লাইনে প্রত্যাহার করা হয়েছে।  শনিবার রাতে মহানগর পুলিশ কমিশনার মো. সামশুদ্দিন এ আদেশ দেন।

ক্লোজড পুলিশ সদস্যরা হলেন, শাহমখদুম থানা পুলিশের সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ, মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল ও মনির, কনস্টেবল শাহআলম, মামুন ও ফারুক।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, বিভিন্ন সময় দায়িত্বে অবহেলার দায়ে মহানগর গোয়েন্দা পুলিশের পাঁচজন এবং শাহমখদুম থানার এক পুলিশ সদস্যকে লাইনে ক্লোজড করা হয়েছে।

তবে আরএমপির একটি সূত্র জানিয়েছে, ক্লোজড হওয়া ছয়জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় সম্পৃক্ততা, আসামি ধরে টাকার বিনিময়ে ছেড়ে দেয়া ও সাধারণ মানুষকে নারী দিয়ে জিম্মি করে টাকা নেয়াসহ বেশ কয়েকটি অভিযোগ উঠে।  এরই প্রেক্ষিতে রোববার রাতে আরএমপি কমিশনার তাদের পুলিশ লাইনে ক্লোজড করেন।

শাহরিয়ার অনতু/এমজেড/পিআর