ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দৃষ্টি নেই, তবুও আলো ছড়িয়েছে ওরা

প্রকাশিত: ১০:১১ এএম, ০৯ আগস্ট ২০১৫

চোখের আলো না থাকলেও এইচএসসি পরীক্ষার ফলাফলে ঠিকই আলো ছড়িয়েছে দৃষ্টি প্রতিবন্ধী সাত পরীক্ষার্থী।  রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে সাত দৃষ্টি প্রতিবন্ধী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। পরীক্ষায় সবাই পাস করেন।  এছাড়াও শারীরিক প্রতিবন্ধী দুই শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন।  

দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীরা হলেন, নাটোর এনএস সরকারি কলেজের শিবনাথ কুমার সরকার পেয়েছেন জিপিএ-৩ দশমিক ৮৩, পাবনা কলেজের আজিজুল হক পেয়েছেন জিপিএ- ৪ দশমিক ৩৩, শাখাওয়াত হোসেন পেয়েছেন জিপিএ-৩ দশমিক ৫০, পাবনার শহীদ বুলবুল গভর্মেন্ট কলেজের দুরুল হুদা পেয়েছে জিপিএ- ৪ দশমিক ২৫, নুরুল ইসলাম পেয়েছে জিপিএ-৩ দশমিক ৩৩ মোবারক হোসেন পেয়েছে জিপিএ-৪ ও ওয়াসিম আকরাম পেয়েছে জিপিএ-৩ দশমিক ৯২।

শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে শহীদ বুলবুল সরকারি কলেজের আজিজুল হাকিম পেয়েছে জিপিএ-৫ ও রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের আশরাফুল হক সরকার পেয়েছেন জিপিএ-২ দশমিক ৩৩।

শাহরিয়ার অনতু/এমজেড/পিআর