ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৬ মৃত নবজাতকের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১০:৩৭ পিএম, ১৫ আগস্ট ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এক প্রসূতি ছয়টি অপরিপক্ব নবজাতকের জন্ম দিয়েছেন। তবে সবগুলো নবজাতকেরই মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার স্টেশন রোডস্থ নূর মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। মৃত নবজাতকগুলোর মধ্যে চারটি ছেলে ও দুটি মেয়ে।

প্রসূতি মাহিনূর আক্তার (২৮) জেলার সরাইল উপজেলার দেউবাড়িয়া গ্রামের আবুল কালামের স্ত্রী। কালাম সৌদি আরব প্রবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, চার বছর আগে কালামের সঙ্গে মাহিনুরের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ার কারণে পরিবারের লোকজন মাহিনূরকে কবিরাজি ওষুধ খাওয়াতে থাকেন। সম্প্রতি অন্তঃসত্ত্বা হন মাহিনূর।

মঙ্গলবার বিকেলে মাহিনুরের প্রসব বেদনা ওঠে। পরে বুধবার সকালে তাকে নূর মেডিকেল সেন্টারে আনা হয়। সেখানে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে জানান তার গর্ভে চারটি সন্তান থাকতে পারে।

এরপর বিকেলে বাড়ি যাওয়ার পথে ফের প্রসব বেদনা শুরু হলে দ্রুত তাকে নূর মেডিকেলে সেন্টারে আনা হয়। চিকিৎসকের সহায়তায় ছয়টি নবজাতকের জন্ম দেন মাহিনূর। তবে সবগুলো নবজাতকেরই মৃত্যু হয়।

এ ব্যাপারে নূর মেডিকেল সেন্টারের চিকিৎসক শাহান আরা সাংবাদিকদের বলেন, অস্ত্রোপচার ছাড়াই ছয়টি অপরিপক্ব শিশু ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পরপরই নবজাতকগুলোর মৃত্যু হয়। সবগুলো নবজাতকের কেবল হাত-পাসহ শারীরিক গঠন হয়েছে।

আজিজুল সঞ্চয়/বিএ

আরও পড়ুন