কালীগঞ্জে ৫০ মণ গুড় জব্দ
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ভেজাল বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের উত্তর খলাপড়া গ্রামের এক গুড় ব্যবসায়ীর ৫০ মণ গুড় নষ্ট ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। রোববার বেলা ১১টায় ব্যবসায়ীর নিজ বাড়িতে গুড় তৈরির কারখানা ও জামালপুর বাজার গুদাম ঘরে এ অভিযান চালানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক ওই ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ৫০ মণ গুড় শীতলক্ষ্যা নদীতে ফেলে নষ্ট করা হয়।
ওই গুড় ব্যবসায়ী উপজেলার উত্তর খলাপড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে মো. জাকির হোসেন। তিনি দীর্ঘদিন যাবৎ নিজের বাড়িতে চিনি, পচাঁ আলু ও রং মিশিয়ে এ অস্বাস্থ্যকর নিম্নমানের গুড় তৈরি করে আসছনি বলে অভিযোগ রয়েছে। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অপর এক অভিযানে তিনি একই বাজার থেকে দেড় হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মো. মনিরুজ্জামানের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
আব্দুর রহমান আরমান/এমজেড/পিআর