বিমানযাত্রীর ব্যাগে দেড় কোটি টাকার স্বর্ণ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগে ৩২টি স্বর্ণের বার পাওয়া গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
৩২টি স্বর্ণের বারের ওজন আনুমানিক পৌনে চার কেজি এবং দাম প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা মাহবুবুর।
তিনি জানান, বুধবার (১৫ আগস্ট) সকাল ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানের অভ্যন্তরে যাত্রীদের বাংকার তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তবে যাত্রীর পরিচয় জানা যায়নি।
জেডএ/আরআইপি