আসামির পলায়ন, দুই পুলিশ সদস্য বরখাস্ত
চট্টগ্রাম আদালতের পুলিশ হেফাজত থেকে মাসুদ রানা নামে মাদক মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে কারাগার থেকে রিমান্ড শুনানির জন্য আদালতে নেয়ার সময় আদালতের ভিড়ের মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাসুদ রানা নামে ওই আসামি পালিয়ে যায়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
বরখাস্ত দুই পুলিশ সদস্য হলেন- নগরীর আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম ও আদালতে দায়িত্বরত প্রসিকিউশন শাখার কনস্টেবল মো. খোকন।
পলাতক আসামি মাসুদ রানা নোয়াখালীর কবিরহাটের ভাটিয়া পাটোয়ারী বাড়ির বাসিন্দা।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, প্রায় দেড় মাস আগে পাহাড়তলী শহীদ লেন থেকে আকবর শাহ থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়েছিল মাসুদ। এতদিন সে কারাগারে ছিল। মঙ্গলবার কারাগার থেকে রিমান্ড শুনানির জন্য আদালতে নেয়া হয়েছিল তাকে। দুপুর ২টার দিকে আদালতের ভিড়ের মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাসুদ রানা পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আবু আজাদ/বিএ