ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে সাবেক এমপি ফজলে এলাহীর দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৪ আগস্ট ২০১৮

নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ফজলে এলাহীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে নোয়াখালীর সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গতকাল সোমবার দুপুরে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলে এলাহী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মঙ্গলবার সকালে তার মরদেহ সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে আনা হয়। বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রথমে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ পরে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-২ এর সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম ফুলের শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Noakhali--Fridom-Fighter

জানাজায় অন্যান্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী মেজর (অব.) আব্দুল মান্নান, নোয়াখালী পৌর মেয়র সহিদ উল্যাহ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে কলেজ মাঠ থেকে অ্যাম্বুলেন্সে করে পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে দাফন করা হয়।

মিজানুর রহমান/আরএ/জেআইএম

আরও পড়ুন