ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৩ আগস্ট ২০১৮

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা।

সোমবার সকালে উপজেলার রাখালিয়া বাজার এলাকায় রাস্তায় বৈদ্যুতিক খুটি ফেলে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা। এতে সড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে জানজটের সৃষ্টি হয়।

lakshmipur

আন্দোলনকারী শ্রমিকরা জানান, কারখানার মালিক পক্ষ ৩ মাসের বেতন, ৭ মাসের ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে তারা রাস্তা অবরোধ করেছে। সোমবার তাদের সকল বকেয়া পরিশোধ করার কথা থাকলেও তা করেননি মালিকপক্ষ। তাই বাধ্য হয়েই তারা কর্মবিরতি দিয়ে রাস্তা অবরোধ করেছেন। এছাড়াও চুক্তি অনুযায়ি মালিকপক্ষ শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না বলে জানান তারা।

lakshmipur

এদিকে রাস্তা অবরোধের ঘণ্টাখানেক পরই ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পি রাণী রায়। তিনি বলেন, মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের পাওনা টাকা আদায় ও শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।

কাজল কায়েস/আরএ/আরআইপি

আরও পড়ুন