ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১২ আগস্ট ২০১৮

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে পোস্ট করার অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জে শোয়েব আহমদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শোয়েব কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের মানিক আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শোয়েব সম্প্রতি প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে অশালীন কথাবার্তা লিখে তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। এর আগেও তিনি প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় আদমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। তার প্রেক্ষিতে শনিবার রাতে শোয়েবকে গ্রেফতার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতাদির হোসেন জানান, তথ্য প্রযুক্তি আইনে একটি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ শোয়েবকে গ্রেফতার করেছে।

রিপন দে/এফএ/এমএস

আরও পড়ুন