মাগুরায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
মাগুরা সদর উপজেলার বুধোরপাড়া গ্রামের ইবাদত হোসেন হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। এছাড়া আরও দুজনকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
রোববার মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মহিদ্দীন, মোশারোফ হোসেন, ও মোকলেছ। এছাড়া কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর ও গণী মোল্ল্যা।
মামলার এজাহার ও নিহতের স্বজনরা জানায়, ২০১০ সালের ২৬ জুন গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ইবাদত খুন হন। ওই ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা করে নিহতের পরিবার। মামলার বিচার চলাকালীন সময়ে ২ জন মারা যান। বাকি আট জনের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে রায় দেয়া হয়। এর মধ্যে শেরআলী পলাতক রয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় আরেকজনকে বেকসুর খালাস দেয়া হয়।
এ রায়ে নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবার কথা বলেছেন।
আরাফাত হোসেন/আরএ/এমএস/জেআইএম