ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সদ্য যুক্ত হওয়া বাংলাদেশিদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব

প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০৮ আগস্ট ২০১৫

সদ্য যুক্ত হওয়া নতুন ভূখণ্ডের বাংলাদেশিদের ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা এবং ঋণ সুবিধা প্রদানের আশ্বাস দিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার খুরশিদ আলম।

শনিবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে সদ্য মুক্তি পাওয়া নতুন ভূখণ্ডে ১১২ নম্বর বাঁশকাটা, ১১৯ নম্বর বাঁশকাটা, ২০ নম্বর লতামারী, ২২ নম্বর লতামারী ও ১৬ নম্বর ভোটবাড়ী ছিটমহলের সদ্য বাংলাদেশি নাগরিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন খুরশিদ আলম।

বাংলাদেশ ব্যাংকের রংপুর জেনারেল ম্যানেজারের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ওই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।


এসময় বাংলাদেশ ব্যাংক হেড অফিসের সহকারী পরিচালক ইসানা ফারিন, ইসলামী ব্যাংক ইভিপি হেড অব জোন রংপুর মোহাম্মদ শহীদুল্লাহ, অগ্রণী ব্যাংক কুড়িগ্রাম ও লালমনিরহাট জোনের এজিএস মোস্তফা-ই কাদের, কৃষি ব্যাংক লালমনিরহাট জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মোস্তাফিজার রহমান ও সোনালী ব্যাংক কুড়িগ্রাম ও লালমনিরহাট জোনের ডিজিএম রফিকুল ইসলামসহ অন্যান্য ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন বাংলাদেশিদের কল্যাণে মতবিনিময় সভায় জেনারেল ম্যানেজার খুরশিদ আলম বলেন, দীর্ঘ ৬৮ বছর পর হলেও ছিটমহল শব্দটি এখন মুছে গেছে। আপনারা সদ্য নতুন বাংলাদেশি হিসেবে ১০ টাকায় যেকোনো ব্যাংকে হিসাব খুলতে পারবেন। টাকা-পয়সা লেনদেন করতে পারবেন। এছাড়াও আপনার ঋণ সুবিধাও নিতে পারবেন। এজন্য আপনাদের কাছে এসেছি সরাসরি সমস্যাগুলো শোনার জন্য।

তিনি আরো বলেন, আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করে রংপুরের সব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক করে আলোচনার ভিত্তিতে ব্যাংকিং চ্যানেলের আওতায় আনার জন্য নির্দেশনা মোতাবেক কার্যকর ব্যবস্থা গ্রহণে কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রয়োজনে জাতীয় পরিচয়পত্রের বিকল্প অন্যকিছু দিয়ে হলেও দ্রুত বাংককিং সুবিধায় আনা হবে।

রবিউর হাসান/বিএ