ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিএনজি ও থ্রি-হুইলার যেকোনো মূল্যে বন্ধ করা হবে

প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৮ আগস্ট ২০১৫

মহাসড়কে সিএনজি ও থ্রি-হুইলার বন্ধ শুরু হয়েছে, এখন ফিটনেসবিহীন গাড়ি ও চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সারাদেশের মহাসড়কগুলো থেকে সিএনজি ও থ্রি-হুইলার যেকোনো মূল্যে বন্ধ করা হবে।  এজন্য বিশাল একটা জনগোষ্ঠীকে সাময়িক দুর্ভোগ পোহাতে হচ্ছে।  জাতীয় স্বার্থে এ দুর্ভোগ মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শকালে ময়মনসিংহের ভালুকায় উপস্থতি সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, মহাসড়কগুলোর চলমান কাজ সমাপ্ত হলে পর্যায়ক্রমে সব মহাসড়কে সিএনজি আটো ও থ্রি-হুইলারের জন্য পৃথক লেন তৈরি করা হবে।  তবে সারাদেশের রাস্তা ও পরিবহনের শৃঙ্খলা রক্ষা এখন আমাদের কাছে কঠিন চ্যালেঞ্জ বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী আরো বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শেষ পর্যায়ে। প্যাকেজ-৩ এর আওতায় ভালুকা উপজেলার অংশে ১৩ কিলোমিটার কাজ বাকি আছে।  সেটাও দ্রুতগতিতে কাজ চলছে। চলতি বছরে অবশ্যই শেষ হবে। রাস্তা ভালো হওয়ায় ঢাকা থেকে ময়মনসিংহ দেড় ঘণ্টায় আসা যাচ্ছে।

তিনি বলেন, সারাদেশে ২১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা রয়েছে। আর মহাসড়ক রয়েছে ২২০০ কিলোমিটার। আমাদের ৯০ ভাগ রাস্তা সিএনজি অটোরিকশার জন্য উন্মুক্ত আছে।

এ সময় ফোর লেনের প্রকল্প পরিচালক হাফিজুর রহমান, অতিরিক্ত প্রকল্প পরিচালক শাহাব উদ্দিন খান, শামসুল হক, ময়মনসিংহের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন, আওয়ামী লীগ নেতা কাজিম উদ্দিন ধনুসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আতাউল করিম খোকন/এআরএ/আরআইপি