বেনাপোলে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৩০ লাখ টাকা মূল্যের ৫৮১ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার সকালে সীমান্তের অভয়বাশ হাওড় পাড় থেকে শাড়ির চালানটি জব্দ করা হয়। ঈদকে সামনে রেখে শাড়ির চালানটি ভারত থেকে চোরাই পথে আনা হচ্ছিল। এ সময় কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।
২১-বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, গোপন সংবাদে জানতে পারি একদল চোরাচালানি ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এনে দেশের অভ্যন্তরে পাচার করবে।
এমন খবরের ভিত্তিতে বিজিবি ক্যাম্পের টহলদল অভিযান চালালে চোরাচালানিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫৮১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলো বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
মো. জামাল হোসেন/এএম/আরআইপি