ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বড়পুকুরিয়া কয়লা খনির কাগজপত্র জব্দ

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ০৬ আগস্ট ২০১৮

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা দুর্নীতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রশাসন) কাজি শফিকুল আলমের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি দল খনি পরিদর্শনসহ প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেছে।

গতকাল রোববার থেকে সোমবার দুপুর পর্যন্ত খনি পরিদর্শন ও কাগজপত্র যাছাই করে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করে।

দুদুক পরিচালক কাজি শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, কয়লা দুর্নীতির মামলা তদন্তের কারণে তিনি খনির বিভিন্ন দিক পরিদর্শন করেছেন। কাগজপত্র যাচাই করেছেন। যে সকল কাগজ প্রয়োজন মনে হয়েছে সেগুলোকে জব্দ করেছেন। প্রয়োজনের খনিতে আরও আসবেন।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনিতে উত্তোলন কৃত কয়লার মধ্যে এক লাখ ৪৪ হাজার কয়লা উধাও হয়েছে। খনিতে কয়লা না থাকায় বন্ধ হয়ে পড়েছে বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপ বিদুৎ কেন্দ্র। এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন ও পেট্রোবাংলার পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। একই ঘটনায় খনির এমডি সচিবসহ ১৯ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাটি দুদুক তদন্ত করছে।

এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি